সরাসরি রাজ্যে লাইব্রেরিয়ান নিয়োগ চলছে, রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

WBCSC Librarian Recruitment 2024
Spread the love

[ad_1]

 

WBCSC Librarian Recruitment 2024: যে সমস্ত চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে একটি ভাল চাকরির সন্ধান করছেন তাদের জন্য সুখবর। সম্প্রতি পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। উক্ত পদে চাকরির জন্য আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন করতে পারেন।

শূন্যপদের সংখ্যা (Number Of Vacancy):

উক্ত বিজ্ঞপ্তিতে শূন্যপদ সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন রেগুলেশন ২০১২ সালের নির্ধারিত শর্তাবলী অনুসারে শূন্যপদের সংখ্যা নির্ধারণ করা হবে। তবে মেধা তালিকা প্রকাশের পূর্বেই প্রকাশিত হবে একটি বিজ্ঞপ্তি যেটিতে উল্লেখিত হবে শূন্যপদের সংখ্যা (বিভাগ ভিত্তিক এবং কলেজ ভিত্তিক), কাট-অফ, তারিখ ইত্যাদি তথ্য।

মাসিক বেতন (Monthly Salary):

উক্ত পদে চাকরিতে নিয়োগের পর থেকেই অ্যাকাডেমিক লেভেলে 10 স্তরের মাসের বেতনের ৫৭,৭০০ টাকা অবধি

বয়সের সময়সীমা (Age Limit):

উক্ত চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়সের সীমা ৪০ বছরের মধ্যে থাকতে হবে। তবে উক্ত চাকরির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process):

ইন্টারভিউয়ের (Interview) মাধ্যমে উক্ত পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। কমিশনের তরফ থেকে একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করে আবেদনকারীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। আবেদনকারী প্রার্থীর কর্মক্ষমতার ওপর ভিত্তি করে, আবেদনকারীর যোগ্যতা প্রমাণ বিশ্লেষণ করে, একটি স্বচ্ছ ও উদ্দেশ্যমূলক বিশ্বাসযোগ্য পদ্ধতির মাধ্যমে নিয়োগ করা হবে। তারপর কাউন্সিলিং অনুষ্ঠিত হবে এবং কাউন্সিলিং-এর পরেই প্রদান করা হবে চাকরির সুপারিশ পত্র।

আবেদনের সময়সীমা (Last Date Of Application):

উক্ত চাকরির জন্য আগ্রহী প্রার্থীরা ১২ মার্চ ২০২৪ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যেটি চলবে ২০২৪ সালের এপ্রিল মাসের ২০ তারিখ রাত ১২ টা

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):

কলেজ সার্ভিস কমিশনের (WBCSC) তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, সর্বনিম্ন যোগ্যতার শর্তগুলি পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি নং 315-Edn(CS)/8R-1/2010, 17 মে, 2023 তারিখের কলকাতা গেজেটে 22শে মে বিজ্ঞপ্তির বিধান অনুযায়ী মান্যতা দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৫৫ শতাংশ নম্বর সহ লাইব্রেরী সাইন্সে মাস্টার ডিগ্রী থাকতে হবে। এছাড়াও আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে UGC NET অথবা SLET/ SET অথবা সম যোগ্যতা সম্পন্ন কোন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

গুরুত্বপূর্ণ লিংক

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *