শিয়ালদহ (Sealdah) থেকে ডায়মন্ড হারবার (Diamond Harbour) যাওয়ার পথে সুভাষগ্রাম স্টেশনের কাছে লোকাল ট্রেনের চাকায় আগুনের ফুলকি! আতঙ্কিত যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছে যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখছেন রেলের ইঞ্জিনিয়াররা। আপাতত বন্ধ শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল (Train service stopped in Sealdah South Division)। দুর্ভোগ যাত্রীদের। রবিবার ছুটির দিনে এমনিতেই লোকাল ট্রেনের সংখ্যা অনেক কম। তার ওপর ট্রেন […]
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।