এবার লোকসভা ভোট সাদা চুলের জট থেকে বেরিয়ে তরুণ প্রজন্মের অনেক প্রার্থীকেই ভোটের ময়দানে নামিয়েছে বামেরা। অনেকেই ভেবেছিলেন ডিওয়াইএফআই-এর জনপ্রিয় নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও ভোটে লড়বেন। কিন্তু না, মীনাক্ষী ভোটে লড়ছেন না। কারণ, বাম নেতৃত্ব চাইছে না কোনও একটি কেন্দ্রে মীনাক্ষীকে বন্দি রাখতে। বরং, গোটা রাজ্য ঘুরে বাম প্রার্থীদের সমর্থনে প্রচার করুক মীনাক্ষী। প্রকৃত অর্থে এবার […]
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।