< হার্টের গুরুতর সমস্যা, অস্ত্রোপচার নাট্যকার মনোজ মিত্রর

হার্টের গুরুতর সমস্যা, অস্ত্রোপচার নাট্যকার মনোজ মিত্রর

1672530417 new project 2023 01 01t051510 665
Spread the love

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা তথা বাংলা ইন্ডাস্ট্রির বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে কলকাতার ভর্তি পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। তাই চিকিৎসার মধ্যেই ছিলেন অভিনেতা। তবে তাঁর অবস্থা যে খুবই গুরুতর, এমনটা নয়। হার্টের সমস্যার জন্য পেসমেকার বসানোর দরকার ছিল তাঁর। যেটা গতকাল বসানো হয়ে গিয়েছে। তাঁর কার্ডিয়োলজি বিভাগে চিকিৎসা চলছে। জানা গিয়েছে এখন ভালো আছেন অভিনেতা। একটা সময় টলিউডের অন্যতম দাপুটে অভিনেতাদের মধ্যে অন্যতম ছিলেন মনোজ মিত্র। সিনেমা, সিরিয়াল, শর্টফিল্ম থেকে নাটকের মঞ্চ সর্বত্র তুমুল জনপ্রিয় ছিল তাঁর অভিনয়। একের পর এক সিনেমায় তিনি মন ছুঁয়ে গিয়েছেন সকলের। তবে এখন অবশ্য পর্দায় দেখা যায় না আর তাঁকে। ৮৪ বছর বয়সী অভিনেতা নিজের লেখালেখির কাজ চালিয়ে যাচ্ছেন চুটিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *