১,৮২,৪০০ টাকা পর্যন্ত বেতনে রাজ্যের পলিটেকনিক কলেজে লেকচারার নিয়োগ চলছে, এই ভাবে আবেদন করুন

Adyapeath Annada Polytechnic College Lecturer Recruitment 2024
Spread the love

[ad_1]

যারা কলেজে লেকচারার পদে চাকরি করতে চান তাদের জন্য বিশেষ সুখবর। আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজে (Adyapeath Annada Polytechnic College) লেকচারার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের এই পদে আবেদনের আহ্বান জানানো হয়েছে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজে (Adyapeath Annada Polytechnic College) একাধিক বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে। শিক্ষক নিয়োগের দায়িত্ব রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগ। নিম্নে কোন পদে কতজন শিক্ষক নিয়োগ করা হবে সে ব্যাপারে বিস্তারিত চিত্র দেখানো হলো-

নিয়োগ কারী সংস্থার নাম

আদ্যপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ (Adyapeath Annada Polytechnic College), দক্ষিণেশ্বর, কলকাতা-৭০০০৭৬।

নিয়োগের স্থান

আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজে(Adyapeath Annada Polytechnic College)।

মাসিক বেতন

শিক্ষক পদে নিয়োগের পর প্রার্থীদের পে লেভেল 9A অনুযায়ী মাসিক ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা অথবা পে লেভেল ১০ অনুযায়ী ৫৭,৭০০ টাকা থেকে ১,৮২,৪০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

যারা আবেদন করতে চাই তাদের কলেজের নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট www.adyapeathpolytechnic.com-এ গিয়ে আবেদন করতে হবে।

বয়স সীমা

এই চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ৩৭ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

আবেদনের শেষ তারিখ

এই পদে আবেদন করা যাবে ২৪.০৩.২০২৪ তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিংক

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *