[ad_1]
RRB Indian Railway Recruitment 2024: যারা রেলে চাকরি করতে চান তাদের জন্য বিশেষ সুখবর। Indian Railways-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Technician Grade-I Signal ও Technician Grade-III পদে কর্মী নিয়োগ করা হবে। দুটি পদ মিলিয়ে মোট ৯১৪৪ টি শূন্যপদ রয়েছে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
পদের নাম
যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নরূপ-
১) Technician Grade-I Signal
২) Technician Grade-III
মোট শূন্যপদ
Technician Grade-I Signal পদে মোট শূন্যপদ রয়েছে ১০৯২ টি ও Technician Grade-III পদের জন্য মোট ৮০৫২ টি শূন্যপদ রয়েছে। দিয়ে সব মিলিয়ে মোট ৯১৪৪ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
বয়সসীমা
Technician Grade-I Signal পদের জন্য যারা আবেদন করবে তাদের বয়স ১৮ থেকে ৩৬ বছর এবং Technician Grade-III পদের জন্য যারা আবেদন করবে তাদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
বেতন
ক্রমিক নম্বর | পদের নাম | মাসিক বেতন |
1 | Technician Grade-I Signal | ২৯,২০০ টাকা |
2 | Technician Grade-III | ১৯,২০০ টাকা |
আবেদন প্রক্রিয়া
এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন (Online) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে। স্থানভেদে আবেদন লিংক আলাদা রয়েছে। নিম্নে সেগুলি দেওয়া হলো-
Ahmedabad – www.rrbahmedabad.gov.in
Ajmir- www.rrbajmir.gov.in
Prayagraj – www.rrbald.gov.in
Bengaluru – www.rrbnc.gov.in
Bhopal – www.rrbbhopal.gov.in
Bhubaneswar – www.rrbbbs.gov.in
Bilaspur – www.rrbbilaspur.gov.in
Chandigarh – www.rrbcdg.gov.in
Chennai – www.rrbchennai.gov.in
Gorakhpur – www.rrbgkp.gov.in
Guwahati – www.rrbguwahati.gov.in
Jammu-Srinagar – www.rrbjammu.nic.in
Kolkata – www.rrbkolkata.gov.in
Malda – www.rrbmalda.gov.in
Mumbai – www.rrbmumbai.gov.in
Muzaffarpur – www.rrbmuzaffarpur.gov.in
Patna – www.rrbpatna.gov.in
Ranchi – www.rrbranchi.gov.in
Secunderabad – www.rrbsecunderabad.gov.in
Siliguri – www.rrbsiliguri.gov.in
Thiruvananthapuram – www.rrbthiruvananthapuram.gov.in
আবেদন ফি
আবেদন ফ্রি হিসেবে প্রার্থীদের ৫০০ টাকা প্রদান করতে হবে তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী সহ প্রতিবন্ধী প্রাক্তন সৈনিক সকলকে ২৫০ টাকা প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ
০৯.০৩.২০২৪ থেকে আবেদনের কাজ শুরু হয়েছে। আবেদনের কাজ চলবে ০৮.০৪.২০২৪ তারিখ ১১:৫৯ পর্যন্ত।
গুরুত্বপূর্ণ লিংক
[ad_2]