৯০ বছর বয়সী জিম হতে চান সুপারহিরো!

৯০ বছর বয়সী জিম হতে চান সুপারহিরো!

২০১৫ সালে গিনেস জানায়, বিশ্বের সবচেয়ে বয়স্ক বডিবিল্ডার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জিম অ্যারিংটন। গত ৮ বছরে এ রেকর্ড কেউ ভাঙতে পারেননি। সম্প্রতি নেভাদায় অনুষ্ঠিত হয়েছে বডিবিল্ডারদের আন্তর্জাতিক প্রতিযোগিতা। তাতে ৮০ বছরের বেশি বয়সীদের মধ্যে প্রথম হয়েছেন ৯০ ( 90 ) বছর বয়সী জিম। ছেলেবেলায় শারীরিকভাবে কখনোই সুস্থ্য থাকতেন না। এরপরও নিজের অদম্য ইচ্ছার জোরে ১৫ বছর বয়সেই ওজন নিয়ে শারীরিক কসরত শুরু করেন। এখনো প্রতিদিন জিমে ২ ঘণ্টা সময় ব্যয় করেন জিম অ্যারিংটন। তিনি বলেন, ‘আমি সুপারহিরো হতে চাই।’

সূত্র: ইউপিআই ডটকম 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *