< ৯০ বছর বয়সী জিম হতে চান সুপারহিরো!

৯০ বছর বয়সী জিম হতে চান সুপারহিরো!

৯০ বছর বয়সী জিম হতে চান সুপারহিরো!
Spread the love

২০১৫ সালে গিনেস জানায়, বিশ্বের সবচেয়ে বয়স্ক বডিবিল্ডার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জিম অ্যারিংটন। গত ৮ বছরে এ রেকর্ড কেউ ভাঙতে পারেননি। সম্প্রতি নেভাদায় অনুষ্ঠিত হয়েছে বডিবিল্ডারদের আন্তর্জাতিক প্রতিযোগিতা। তাতে ৮০ বছরের বেশি বয়সীদের মধ্যে প্রথম হয়েছেন ৯০ ( 90 ) বছর বয়সী জিম। ছেলেবেলায় শারীরিকভাবে কখনোই সুস্থ্য থাকতেন না। এরপরও নিজের অদম্য ইচ্ছার জোরে ১৫ বছর বয়সেই ওজন নিয়ে শারীরিক কসরত শুরু করেন। এখনো প্রতিদিন জিমে ২ ঘণ্টা সময় ব্যয় করেন জিম অ্যারিংটন। তিনি বলেন, ‘আমি সুপারহিরো হতে চাই।’

সূত্র: ইউপিআই ডটকম 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *