‘Ankan Utsav’ in third year in Bidhannagar

বিধাননগরে তৃতীয় বর্ষে 'অঙ্কন উৎসব' 'Ankan Utsav' in third year in Bidhannagar

বিধাননগরে তৃতীয় বর্ষে ‘অঙ্কন উৎসব’

নিজস্ব প্রতিনিধি:-  সোস্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট’ রবিবার সকালে বিধাননগর পৌরনিগমের অধীনে কৃষ্ণপুর মিলনবাজার ‘সুভাষ শিশু উদ্যান’-এ হয়ে গেল তৃতীয় বর্ষ ‘অঙ্কন উৎসব’। এদিন প্রতিযোগী ও প্রতিযোগিনীদের হাতে পুরস্কার তুলে দেওয়া পর ‘কর্মা সোস্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর অধ্যক্ষ অনিলকুমার দাস জানিয়েছেন, “অঙ্কন উৎসব শুরু হওয়ার আগে আমরা এখানে আরো চার বছর অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।

এবারের ‘অঙ্কন উৎসব’-এ পাঁচটা বিভাগ মিলিয়ে মোট ৬৫০ প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করেছিল। প্রতিযোগী ও প্রতিযোগিনীদের উৎসাহিত করতে প্রতিযোগিতা স্থলে বিভিন্ন বয়সের ব্যক্তিরাও হাজির হয়েছিলেন। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিধাননগর পৌরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি পূর্ণিমা নস্কর, হাওড়া পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সীমা ভৌমিক, বিশিষ্ট সমাজসেবী বিকাশ নস্কর, সাংবাদিক তুষার পাটোয়ারী, চিত্রকর দিবাকর চক্রবর্তী, চলচ্চিত্র জগতের পরিচিত মুখ ভর্গনাথ ভট্টাচার্য, চলচ্চিত্র নির্দেশক বাদল সরকার, ইয়াসমিন ইব্রাহীম ও সর্বজিৎ মণ্ডল, গীতিকার ও সঙ্গীত পরিচালক তথা বলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম আর্টিস্ট কো-অর্ডিনেটর তীর্থঙ্কর (শিবু) সোম প্রমুখ ব্যক্তিবর্গ।

 

‘Ankan Utsav’ in third year in Bidhannagar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *