CAA কার্যকারী হওয়ায় মতুয়া সমাজের মানুষদেরকে নিয়ে বিজয় উল্লাস জলপাইগুড়িতে।
জলপাইগুড়ি :- নাগরিকত্বের নতুন নিয়ম CAA কার্যকারী হওয়ায় জলপাইগুড়ি শহর জুড়ে বিজয় উল্লাসে মেতে উঠলো বিজেপির কর্মী সমর্থকরা। মঙ্গলবার থেকেই দেশে CAA লাগু হয়। এর জেরে জলপাইগুড়ি বিজেপির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় ও বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামীর নেতৃত্বে বিরাট মিছিল করে বিজেপি।
জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডের দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিজেপির এই মিছিল।
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।