ফরাসি ওপেনে জয়ের হ্যাটট্রিক ইগা সোয়াইতেক। টানা তিনবছর রোলা গাঁরোয় দাপট জারি পোল্যান্ডের তারকার। এদিন ফরাসি ওপেন Champion হলেন সোয়াইতেক। ফাইনালে তিনি হারালেন, ইতালির ইয়াসমিন পাওলিনিকে। ম্যাচের ফলাফল ৬-২, ৬-১। এই জয়ের ফলে এই নিয়ে পাঁচটা গ্র্যান্ড স্লাম জিতে নিলেন নিজের কেরিয়ারে। ক্লে কোর্টে মোট চারবার। প্রথম সেটের তৃতীয় গেমে একটি সার্ভিস ভেঙে দেন পাওলিনি। […]