ডাইনোসরকে ডিনারের খাবার হিসেবে খেত এক প্রাণী! সম্প্রতি চীনে আবিষ্কৃত দুইটি জীবাশ্ম থেকে এমন অদ্ভুত তথ্যই জানা গেছে। স্তন্যপায়ী প্রাণীটি দেখতে ভোদরের মতো। ১২ কোটি ৫০ লাখ বছর আগে বাস করত। যদিও এটি ছোট, কিন্তু সাহসের সঙ্গে আগ্নেয়গিরিতে আটকে পড়া ছোট ডাইনোসর শিকার করত।
যে স্থান থেকে এসব জীবাশ্ম পাওয়া গেছে, সেটি ‘চীনের পম্পেই’ নামে পরিচিত। এখানে এক সময় আগ্নেয়গিরি ছিল। আর এ কারণেই অনেক প্রাণীর জীবাশ্ম পাওয়া যায়।
এডিনবরা বিশ্ববিদ্যালয়ের জীবাশ্মবিদ স্টিভ ব্রাসেট বলেন, ‘এটি প্রাগৈতিহাসিক যুগের বলেই মনে হচ্ছে। পাথরের সাহায্যে শিকার করত। সেসব পাথর অনেকটা ফ্রিজের মতো দেখতে।’
Dinosaurs
সূত্র: হাফপোস্ট
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।