Durga Puja 2024: রূপকথা শারদ সম্মান প্রদানে চাঁদের হাট

Durga Puja 2024 রূপকথা শারদ সম্মান প্রদানে চাঁদের হাট
Spread the love

রূপকথা শারদ সম্মান প্রদানে চাঁদের হাট

সপ্তর্ষি সিংহ, নিজস্ব প্রতিনিধি : মানসী রিসার্চ ফাউন্ডেশন ১০ বছর ধরে বাংলার শিক্ষা ও সংস্কৃতির প্রচার, প্রসার ও উন্নয়নে কাজ করে চলেছে। সংস্থার লক্ষ্য একদিকে যেমন বাংলার হারানো সংস্কৃতির পুনরুদ্ধার, পুরনো ও নতুন সংস্কৃতির মেলবন্ধন।

মানসী রিসার্চ ফাউন্ডেশনের এক উদ্যোগ ‘ রূপকথা ‘। বাংলা শিক্ষা, সংস্কৃতি, বিনোদন ও সমাজসেবায় যাঁরা গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করে চলেছেন তাঁদের সম্মান জানাতে ৩০ অক্টোবর ভারত সেবাশ্রম সঙ্ঘের শ্রীনাথ হলে মানসী রিসার্চ ফাউন্ডেশনের পরিচালনায় রূপকথা শারদ সম্মান দেওয়া হয়। স্বাগত ভাষণ সংস্থার চেয়ারম্যান মানস কুমার ঠাকুর বাংলা ভাষার প্রসারে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান। উদ্বোধনী ভাষণ দেন ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বামী দিব্যানন্দ মহারাজ।

পরিবেশিত হয় গোবিরডাঙ্গ আকাঙ্খার পরিবেশনায় মহিষাসুরমর্দিনী। এরপর ছিল বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে আলোচনায়। অংশ নেন সুখবর এর সম্পাদক শমীক স্বপন ঘোষ, শিক্ষাবিদ ও নাট্য নির্দেশক সৌমিত্র বসু ও দক্ষিণেশ্বর হীরালাল মজুমদার কলেজের সাংবাদিকতার বিভাগের প্রধান অধ্যাপক সুজাতা মুখোপাধ্যায়। সঞ্চালনায় ছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের রেডিও জকি রামপদ।পাহাড়ি। বিশেষ আকর্ষণ ছিল রূপকথা শারদ সম্মানদান। এখানে ছিল চাঁদের হাট।।শিক্ষাবিদ থেকে বিনোদনের সেলিব্রিটিরা। জীবনকৃতি সম্মান দেওয়া হয় ভারত সেবাশ্রম সঙ্ঘের সাধারণ সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজ।

রূপকথাসম্মান দেওয়া হয়: তনিমা সেন( অভিনেত্রী),স্বপন বসু (,লোকসঙ্গীত শিল্পী), ড.শঙ্কর ঘোষ ,( শিক্ষা বিদ ও অভিনেতা), দিগ্বিজয় চৌধুরী ( চিত্র পরিচালক),সুদর্শন দাস(নাট্য নির্দেশক ও প্রাক্তন পুলিশ আধিকারিক), অধ্যাপক প্রবীর কুমার দে( শিক্ষাবিদ),শোভন চক্রবর্তী ( সাংস্কৃতিক সংগঠক), অধ্যাপক ড. প্রণাম ধর ( শিক্ষাবিদ), কমল নস্কর( মুকাভিনেতা), পীযূষ চ্যাটার্জি (সমাজসেবী), জয়দীপ ভট্টাচার্য ( সমাজসেবী),মৌমিতা পন্ডিত (অভিনেত্রী ও সমাজকর্মী), জে বি গুপ্তা ( শিক্ষাবিদ ও উদ্যোগী), অনুপম হালদার ( সরকারি আধিকারিক ও ক্রিয়েটিভ ফটোগ্রাফার), মৃত্যুঞ্জয় রায় ( চিত্র সাংবাদিক ও জনসংযোগ আধিকারিক),সৃজিতা বান্টি ভদ্র,( অভিনেত্রী) ও অরুণা নস্কর ( উদীয়মান সংগীতশিল্পী)। দু কলি গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন অভিনেতা শঙ্কর ঘোষ, লোকসংগীতশিল্পী স্বপন বসু, ও উদীয়মান গায়িকা অরুণা নস্কর। কথার জাদুতে সবাইকে মোহিত করেন অভিনেত্রী তনিমা সেন।বাংলা সংস্কৃতির পাশে থাকার বার্তা দেব রাজ্য সরকারের আধিকারিক ও ক্রিয়েটিভ ফটোগ্রাফার অনুপম হালদার, চিত্রপরিচালক দিগ্বিজয় চৌধুরী, নাট্য নির্দেশক সুদর্শন দাস, মূকাভিনয় শিল্পী কমল নস্কর ও সাংস্কৃতিক সংগঠক শোভন চক্রবর্তী।

শিক্ষা কে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন অধ্যাপক প্রবীর কুমার দে ও অধ্যাপক ড.প্রণাম ধর। দাদা ঠাকুরের পঞ্চম প্রজন্ম অভিনেত্রী মৌমিতা পন্ডিত বাংলার সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখার কথা বলেন। রূপকথা শারদ সম্মান পেয়ে অভিভূত সমাজসেবী জয়দীপ ভট্টাচার্য আরো বেশি করে মানুষের পাশে থাকার শপথ নেন। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন রূপকথা পত্রিকার নির্বাহী সম্পাদক সৈকত হালদার।

Durga Puja 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *