প্রান্তিক খুদেদের দুর্গা দর্শন জেআইএমএস-এর
সপ্তর্ষি সিংহ : দুর্গাপূজায় প্রান্তিক শিশুদের যাতে উৎসব উদযাপন করতে মুখে হাসি ফোটে সেই লক্ষ্যে এক উদ্যোগ নিল বেসরকারি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী জগন্নাথ গুপ্ত ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। দুর্গাপূজার ( Durga Puja ) বিশেষ দিনে শিশুদের নিয়ে “দুর্বার সাথে দুর্গা,” শীর্ষক একটি পুজো পরিক্রমার আয়োজন করা হয়। ছোট খুদেদের পুজোর তালিকায় পার্ক সার্কাসের উদীপনী ক্লাব থেকে সমাজ সেবী সংঘ পর্যন্ত ছিল। চতুর্থীর দিন তাঁদের বালিগঞ্জ ২১ পল্লী, একডালিয়া, সিংহী পার্ক, হিন্দুস্তান পার্ক, ত্রিধারা, এবং বালিগঞ্জ কালচারাল পুজো গুলি হসপিটালের সদস্যরা ঘুরিয়ে দেখান।
এদিন হসপিটালের চেয়ারম্যান কৃষ্ণ কুমার গুপ্ত বলেন, “এই শিশুদের জীবনে আনন্দ আনাই আমাদের প্রেরণা। এই উদ্যোগ শুধুমাত্র প্যান্ডেল পরিদর্শনের জন্য নয়, এটি তাদের মধ্যে আশার আলো জ্বালানো এবং তাদের জন্য কিছু স্মরণীয় মুহূর্ত তৈরি করার উদ্দেশ্যে।” তাঁর কথায় ইনস্টিটিউটের মিশন প্রতিফলিত হয়, যা প্রতিটি শিশুর মধ্যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা লালনের গুরুত্বকে তুলে ধরে।
Durga Puja
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।