Election : আসন্ন লোকসভা ভোটে ব্যাপক চাপে বহরমপুরের বিদায়ী সাংসদ তথা কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। একদিকে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান জ্বরে কাবু গোটা বহরমপুর, অন্যদিকে মেজাজ হারিয়ে হতাশার বহিঃপ্রকাশ ঘটছে অধীরের। রাস্তায় বেরোলেই কংগ্রেস প্রার্থীকে শুনতে হচ্ছে “গো ব্যাক” স্লোগান! তারই মাঝে গোদের উপর বিষ ফোঁড়ার মতো এবার পুলিশের ডাক বহরমপুরের কংগ্রেস প্রার্থীকে। অধীরকে ডেকে পাঠানো […]