২০২২ সালে ‘হত্যাপুরী’র পর ফের একবার ফেলুদা এবং তোপসে হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত এবং আয়ুষ দাস। সঙ্গে রয়েছেন লালমোহন গাঙ্গুলির চরিত্রে অভিজিৎ গুহ। এবারও ‘নয়ন রহস্য’ সমাধান করতে আসছেন ফেলুদা অ্যান্ড কোম্পানি। শুক্রবার মুক্তি পেল ছবির ট্রেলার।
তরুণ জাদুকর সুনীল তরফদারের শো দেখতে গিয়ে ফেলুদার মুখোমুখি হলেন এক বিস্ময় বালক জ্যোতিষ্ক। যে সংখ্যাতত্ত্বের বিচারে সবকিছুর সমাধান করে দিতে পারে। কিন্তু, শো চলাকালিন উধাও হয়ে যায় এই বিস্ময় বালক। এই নিয়েই সত্যজিতের নয়ন রহস্য। এবার এই রহস্য আসতে চলেছে বড়পর্দায়।
সন্দীপ রায়ের হাত ধরে এবার আরও একবার পর্দায় ফিরছে সুনীল তরফদার এবং জ্যোতিষ্ক-র মতো চরিত্রগুলি। এই ছবিতে ফেলুদার মগজাস্ত্রের খেল যেমন রয়েছে, তেমনই রয়েছে নয়ন ওরফে জ্যোতিষ্কের উধাও হয়ে যাওয়া এবং হিঙ্গোয়ানির মৃত্যু রহস্যর সমাধান করার কথা। যার সমাধান হবে বাঙালির প্রিয় গোয়েন্দা ফেলুদার হাতেই। আগামি ১০ মে গরমের ছুটিতে মুক্তি পাবে নয়ন রহস্য।
Entertainment
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।