Entertainment : “পুষ্পা দ্য রুল”-এ বং কানেকশন, ছবিতে গান গাইবেন এই বাঙালি গায়ক , কে তিনি ?

Entertainment : “পুষ্পা দ্য রুল”-এ বং কানেকশন, ছবিতে গান গাইবেন এই বাঙালি গায়ক , কে তিনি ?

 

Entertainment : কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘পুষ্পা দ্য রুল’ –এর টিজার।  প্রথম ঝলকেই চমকে দিয়েছেন আল্লু অর্জুন, রশ্মিকারা। টিজার দেখার পর থেকেই এই ছবির জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। চলতি বছর স্বাধীনতা দিবসের সময় মুক্তি পাবে পুষ্পা ২। কিন্তু তার আগেই এল এই বড় খবর। তাই, শুধু হিন্দি তামিল, তেলুগু, মালয়লম, কন্নড় ভাষাতেই নয়, পুষ্পা ২ মুক্তি পাবে বাংলা ভাষাতেও। চমকের এখানেই শেষ নয়, শোনা গেল এই ছবিতে নাকি গান গাইতে চলেছেন এক বাঙালি শিল্পী। তিনি বাংলার জনপ্রিয় গায়ক তিমির বিশ্বাস। প্রসঙ্গত, এই ছবির অনেকটা জুড়ে রয়েছে পশ্চিম বাংলা।

এমনকি এর জন্য বাংলার বিভিন্নপ্রান্তে ছবির শ্যুটিং করে গেছেন আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানারা। গানের প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে তিমির জানিয়েছেন, ”পুরো ব্যাপারটাই এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই এই বিষয়ে বিস্তারিত কিছু বলা যাবে না। ” তবে সূত্র বলছে, এই ছবির বাংলা ভার্সনে কোনও একটি গান বাংলায় গাইতে চলেছেন তিমির বিশ্বাস এটা একদম পরিস্কার।

 

Bangla Jago

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *