< Entertainment : কিছুদিনের মধ্যে বিয়ে ,তার আগে ভাইরাল আদৃত কৌশাম্বীর বিয়ের কার্ড ,কী রয়েছে এই সেলেব বিয়ের কার্ডে?

Entertainment : কিছুদিনের মধ্যে বিয়ে ,তার আগে ভাইরাল আদৃত কৌশাম্বীর বিয়ের কার্ড ,কী রয়েছে এই সেলেব বিয়ের কার্ডে?

GOSSIP
Spread the love

 

Entertainment :  টলিপাড়ায় ফের বিয়ের সানাই বাজল। আগামি ৯মে সাত পাকে বাঁধা পড়বেন জনপ্রিয় টেলিতারকা আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের সেটে থেকেই প্রেমের সূত্রপাত।সেই সম্পর্ক এবার শুভ পরিণয়ে পরিণত পেতে চলেছে। তার আগে এবার প্রকাশ্যে এল আদৃত-কৌশাম্বীর বিয়ের কার্ড।

বিয়ের কার্ডে রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। উজ্জ্বল লাল রঙের কার্ডের উপর সুন্দর ডিজাইন করা। উপরের দিকে লেখা শুভবিবাহ। বিয়ের কার্ডের ভিতরে দেওয়া যাবতীয় তথ্য। হাওড়ার একটি ব্যাঙ্কোয়েটে বসবে রূপকথার বিয়ের আসর। ইতিমধ্যেই মোদক পরিবারকে কার্ড দিয়ে নিমন্ত্রন সাড়া হয়ে গিয়েছে কৌশাম্বীর।

বিয়ের কার্ডের ছবি লোপামুদ্রা সিনহা তাঁর ইউটিউব চ্যানেলে শেয়ারও করেছেন। আদৃতের বিয়ের কার্ডে আবার রয়েছে অভিনবত্বের ছোঁয়া। প্রথম ঝলকে দেখলে মনে হবে কাঁচের। তবে মেটিরিয়ালটা সম্পূর্ণ অন্যরকম। সেই সঙ্গে প্রত্যেকের জন্য বিশেষ উপহারে রয়েছে একটি করে গণেশের মূর্তি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *