তীব্র দহনে ঝলসে যাচ্ছে মহানগর। তার মধ্যে আচমকা অগ্নিকাণ্ড কলকাতার (Kolkata) ব্যস্ততম রাস্তা চাঁদনিচকে। বৃহস্পতিবার দুপুরে প্রথমে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে (Car) প্রথমে আগুন লাগে। পরে সেই আগুন ছড়ায় অন্যান্য গাড়িতে। আগুনের ফলে কেউ হতাহত হননি বলে পুলিশ সূত্রে খবর। প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন চালক জানান, প্রথমে আগুন ( Fire ) লাগে রাস্তার ধারে পার্কিংয়ে রাখা একটি গাড়িতে। […]
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।