বাংলার ফুটবলে শ্রাচী স্পোর্টস ও আইএফএ চুক্তিবদ্ধ হল
সপ্তর্ষি সিংহ: বাংলা ফুটবলের ( Bengal football ) উন্নতিতে ‘শ্রাচী স্পোর্টস’-এর সঙ্গে যুক্ত হল আইএফএ। বাংলার ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যেতে শ্রাচীর সঙ্গে তিন বছরের জন্য চুক্তি সাক্ষরিত হল। কলকাতা লিগ, আইএফএ শিল্ড এবং কলকাতা ফুটসল লিগ আয়োজনে শ্রাচী স্পোর্টস সহায়তা করবে আইএফএ-কে।
এদিন উপস্থিত ছিলেন আইএফএ-র চেয়ারম্যান সুব্রত দত্ত, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, শ্রাচী গ্রূপের এমডি রাহুল টোডি ও কার্তিক বন্দোপাধ্যায়। এই চুক্তিতে বাংলার ফুটবলে নতুন যুগের সূচনা হল বলে মন্তব্য আইএফএ কর্তাদের।
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।