Exhibition of Global Photographic Society

Exhibition of Global Photographic Society
Spread the love

গ্লোবাল ফোটোগ্রাফিক সোসাইটি-র প্রদর্শনী

গ্লোবাল ফোটোগ্রাফিক সোসাইটি বিভিন্ন থিমে বিভিন্ন আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে থাকে। আলোকচিত্রদের তোলা ছবি নিয়ে শহরে দুর্গা দুর্গা শীর্ষক নবম চিত্র প্রদর্শনী প্রদর্শিত হল।

প্রদর্শনীর উদ্যোক্তা পূজা গুহ ও অভিজিৎ দত্ত এদিন জানান, ৩৩ জন আলোকচিত্রীর তোলা ৫৭টি ছবি নিয়ে এই প্রদর্শনী। মূলত কলকাতার দুর্গাপুজোকে সম্মান জানাতে এই প্রদর্শনী বলে জানান উদ্যোক্তারা। শনিবার ও রবিবার দুদিনের এই প্রদর্শনী শেষে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হবে বলে উল্লেখ করেন। এদিন উপস্থিত ছিলেন শান্তনু দে ও পার্থ মুখার্জি।

Global Photographic Society

Exhibition of Global Photographic Society     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *