পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা WEST BENGAL GRAM PANCHAYAT পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।
আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।
আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 36। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।
1. মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন ?
A. অজাতশত্রু
B. বৃহদ্রথ
C. অশোক
D. চন্দ্রগুপ্ত মৌর্য
উঃ – অশোক।
2. আয়োডিনের অভাবে নিচের কোন রোগটি হয়?
A. গলগন্ড
B. রক্তশূন্যতা
C. ইটাই ইটাই
D. মিনামাটা
উঃ – গলগন্ড
3. কেন্দ্রীয় আলু গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত ?
A. সিমলা
B. কটক
C. ঝাড়খন্ড
D. কারনাল
উঃ – সিমলা।
4. কনিষ্কের দরবারে কবি কে ছিলেন ?
A. নাগার্জুন
B. চরক
C. অশ্বঘোষ
D. সুশ্রত
উঃ – অশ্বঘোষ।
5. নিচের কোনটি ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ ?
A. ওক
B. চন্দন
C. নিম
D. পাইন
উঃ – চন্দন।
6. দ্বিতীয় পুলকেশির সভাকবি কে ছিলেন?
A. হরিসেন
B. বানভট্ট
C. রবিকীর্তি
D. কালিদাস
উঃ – রবিকীর্তি।
7. কোন বিখ্যাত জৈন পন্ডিত সম্রাট আকবর দ্বারা সম্মানিত হন ?
A. হরিবিজয়
B. হেমচন্দ্র
C. বাস্তুপাল
D. ভদ্রবাহু
উঃ – হরিবিজয়।
8. মরুভূমি পরিবেশে বসবাসকারী উদ্ভিদের বলা হয়?
A. হাইড্রোফাইট
B. মেসোফাইটস
C. জেরোফাইট
D. সিজোফাইটস
উঃ – জেরোফাইট।
9. বি.আর.আম্বেদকর কোন সংবাদপত্রটি প্রতিষ্ঠা করেছিল?
A. তলওয়ার
B. কীর্তি
C. মুকনায়ক
D. ন্যাশনাল পেপার
উঃ – মুকনায়ক।
10. সার্কের মুখ্য কার্যালয় হল ?
A. ইসলামাবাদে
B. ঢাকাতে
C. কাঠমান্ডুতে
D. দিল্লিতে
উঃ – কাঠমান্ডুতে
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।