পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় Gram Panchayat এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের Gram Panchayat পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।
আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।
আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 37। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।
1. দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন?
A. বিশেষ ধরনের আয়না
B. সমতল আয়না
C. উওল আয়না
D. অবতল আয়না
উঃ – অবতল আয়না।
2. গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেছিলেন?
A. লুম্বিনী
B. সারনাথ
C. কুশিনগর
D. বোধগয়া
উঃ – বোধগয়া।
3. বরদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন?
A. দাদাভাই নৌরজি
B. বল্লভ ভাই প্যাটেল
C. লালাজপত রায়
D. বিপিনচন্দ্র পাল
উঃ – বল্লভ ভাই প্যাটেল।
4. ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন?
A. ওম বিড়লা
B. মিহির সেন
C. সুকুমার রায়
D. শ্রীনিবাস
উঃ – সুকুমার রায়।
5. ভারতের প্রাচীনতম বাঁধ কোনটি?
A. কালনাই
B. তেহেরি
C. হিরাকুদ
D. নাগার্জুন সাগর বাঁধ
উঃ – কালনাই।
6. প্রানীদের সবচেয়ে দীর্ঘ কোষ কোনটি?
A. লিভার সেল
B. পেশি কোষ
C. স্নায়ু কোষ
D. রক্ত কোষ
উঃ – স্নায়ু কোষ।
7. কে সর্ব প্রথম এবং সবশেষে দিল্লি সুলতানের মহিলা শাসক ছিলেন?
A. সুলতানা চাঁদ বিবি।
B. রাজিয়া সুলতানা
C. নুরজাহান
D. রানী দুগ দিবি
উঃ – রাজিয়া সুলতানা।
8. গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপ অঞ্চলের হ্রদটির নাম কি?
A. চিল্কা
B. পুলিকট
C. লোকটাক
D. কোলেরু
উঃ – কোলেরু।
9. আলমগীর কোন মোগল সম্রাটের উপাধি?
A. আকবর
B. বাবর
C. ঔরঙ্গজেব
D. শাহজাহান
উঃ – ঔরঙ্গজেব।
10. উল্কাপাতের ফলে সৃষ্ট হ্রদ কোনটি ?
A. লোকটাক হ্রদ
B. উলার হ্রদ
C. সম্বর হ্রদ
D. লোনার হ্রদ
উঃ – লোনার হ্রদ।
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।