< তেলের গন্ধে চলে! যেমন মাইলেজ, তেমন লুক, কিনবেন নাকি Hero Xtreme 125R

তেলের গন্ধে চলে! যেমন মাইলেজ, তেমন লুক, কিনবেন নাকি Hero Xtreme 125R

hero xtreme 125r mileage.webp
Spread the love

 

Hero  Motors হাই পারফরম্যান্স টু-হুইলার অটোমোবাইল সেক্টরে লঞ্চ করে থাকে। টপ কোয়ালিটির বাইক ম্যানুফ্যাকচার করে এই কোম্পানি। অ্যাডভান্স টেকনোলজির Hero Xtreme 125R খুব শীঘ্রই মার্কেটে লঞ্চ হবে। জেনে নিন বিস্তারিত।

tvs-apache-125cc-2024

Hero Xtreme 125R-এ শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে রয়েছে আধুনিক ফিচার্স। 66 কিলোমিটার মাইলেজ দিতে পারে এই বাইক। কী কী ফিচার্স রয়েছে এতে? কত দাম এই বাইকের?

Hero Xtreme 125R বাইকের ইঞ্জিন

Hero Xtreme 125R বাইকে 124.7cc-র এয়ার কুল্ড 4 স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 8,250 rpm -এ 11.4 Ps শক্তি ও 6,000 rpm এ 10.5 Nm টর্ক উৎপাদন করে। ইঞ্জিনের সাথে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে। এই মডেলের 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। এই বাইক প্রতি লিটারে 66 কিলোমিটার দিতে পারে। এই বাইকের রাইডিং রেঞ্জ 600 কিলোমিটার। Hero Xtreme 125R-এর বোর 52.4 মিলিমিটার আর স্ট্রোক 57.8 মিলিমিটার।

royal-enfield-continental-gt-650-price

Hero Xtreme 125R বাইকের ফিচার্স

এই বাইকে আধুনিক টেকনোলজির ফিচার্স রয়েছে। যেমন- ট্রিপমিটার, ওডোমিটার, ট্যাকোমিটার, ফুয়েল লেবেল ইন্ডিকেটর, ডিজিটাল ডিসপ্লে, ডিজিটাল ফুয়েল গেজ, হ্যাজার্ড ওয়ার্নিং ইন্ডিকেটর, স্ট্যান্ড অ্যালার্ম, সার্ভিস রিমাইন্ডার ইন্ডিকেটর ইত্যাদি। এছাড়া Hero Xtreme 125R বাইকে LED হেডলাইট, LED টেইল লাইট, LED টার্ন সিগন্যাল, পাস লাইট, USB চার্জিং সাপোর্ট, কিল সুইচ ইত্যাদি রয়েছে।

Hero Xtreme 125R বাইকের দাম

আগেই বলেছি, Hero Xtreme 125R বাইকে অ্যাডভান্স টেকনোলজির ব্যবহার করা হয়েছে। শক্তিশালী ইঞ্জিন, আধুনিক ফিচার্স আর আকর্ষণীয় লুক থাকা সত্ত্বেও এই বাইকের দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করেছে কোম্পানি। এই বাইকের এক্স শোরুম মূল্য 95 হাজার টাকা থেকে 99 হাজার 500 টাকার মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *