< Honouring Tollywood artists

Honouring Tollywood artists

Honouring Tollywood artists
Spread the love

টলি শিল্পীদের সম্মান জ্ঞাপন

‘বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হয়ে গেল নজরুল মঞ্চে। ‘রেডওয়াইন এন্টারটেইনমেন্ট’ এর ( Redwine Entertainment ) উদ্যোগে বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন সিরিয়ালে বিশেষ অবদানের জন্য কলাকুশলীদের এই পুরস্কার দেওয়া হয়। ১১ আগস্ট রবিবার, প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন চলচ্চিত্র পরিচালক অনিন্দ্য সরকার, অভিনেত্রী তনুকা ভট্টাচার্য্য, সঙ্গীতশিল্পী লাজবন্তী রায়, আলোকচিত্র শিল্পী ও পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার অনুপম হালদার, রাজস্ব বিভাগের আর এক যুগ্ম কমিশনার পাঞ্চালি মুন্সী প্রমুখ।

এদিন ‘ Bengali Film and Television Awards ‘ দেওয়া হয় পরিচালক কৌশিক গাঙ্গুলি, সঙ্গীতশিল্পী অনুপম রায়, ইমন চক্রবর্তী, অভিনেতা জিৎ, খরাজ মুখার্জি, সাহেব ভট্টাচার্য্য, বিশ্বনাথ বসু, অভিনেত্রী পাওলি দাম, অপরাজিতা আঢ্য, চিত্র নাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত সহ আরো বেশ কয়েকজন শিল্পীকে।

 

Honouring Tollywood artists

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *