আবারো চরকে বিপত্তি চরক
জনার্দন রায়, জলপাইগুড়ি: আবারো চরোকে বিপত্তি, গত বছর চরক পূজা চলাকালীন নানান বিপত্তির খবর আসে পাওয়া যায়। কিন্তু এবছরও সেই বিপত্তি চোখে পড়লো। সোমবার ছিল বছরের শেষ দিন আর এই দিনই চড়ক মেলার আয়োজন করা হয় জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের উত্তর চানাঢিপা এলাকায়। দর্শনার্থীদের ভিড় ছিলো চোখে পড়ার মতো লক্ষ্য করা যায়।
এদিন সন্ধ্যার পড়ে জমজমাট মেলা চলাকালীন এমন সময় চড়ক ঘোরাতে গিয়ে এই বিপত্তির ঘটনা ঘটলো। চড়ক ঘোরানোর সময় বর্ষী ছিড়ে মাটিতে পড়ে গেলেন এক ব্যক্তি। এমন ঘটনার ফলে চাঞ্চল্য তৈরি হয় গোটা মেলায়। তবে তড়িঘড়ি পরিস্থিতি সামনে নেন মেলা আয়োজন কমিটির সদস্যরা। তবে এই ঘটনার জেরে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
