< Jalpaiguri :পারিবারিক বিবাদের জের ! মহিলার গলায় ধারালো অস্ত্রের কোপ !

Jalpaiguri :পারিবারিক বিবাদের জের ! মহিলার গলায় ধারালো অস্ত্রের কোপ !

Dhupguri
Spread the love

 

Jalpaiguri : পারিবারিক বিবাদের জেরে বৌদির গলায় ধারালো অস্ত্রের কোপ। গুরুতর জখম বৌদি পলাতক দেবর। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার ঝাড় আলতাগ্রাম ২ নং গ্রাম পঞ্চায়েতের মধ্য খট্টিমারি এলাকায়।জখম মহিলার নাম বুলবুলি অধিকারী। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে তাদের পারিবারিক বিবাদ চলছিল। আর এদিন দুপুরে বুলবুলি অধিকারী নামে ওই মহিলা বাড়িতেই বসে ছিলেন।

অভিযোগ, সেসময় আচমকা ধারালো অস্ত্র নিয়ে বৌদির উপর আক্রমণ চালায় দেবর।ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারায় মাটিতে লুটিয়ে পড়ে ওই মহিলা। এরপর পরিবারের সদস্যরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে আসে। মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ধূপগুড়ি থানার পুলিশ। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত দেবর। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *