খেলার খবর, দেশের খবর আইপিএল-এ দ্বিতীয় জয় কেকেআরের ( kkr ), আরসিবিকে হারালো ৭ উইকেটে Siddharth DasMarch 29, 2024March 30, 2024 আইপিএল-এ দ্বিতীয় জয় কেকেআরের ( kkr ), আরসিবিকে হারালো ৭ উইকেটে
Sports : রবিবার মেগা ম্যাচ, ওড়িশা বধের মহড়া শুরু বাগান কোচের Sports : রণকৌশল ফাঁস হওয়ার আশঙ্কায় যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে দলবল নিয়ে রুদ্ধদ্বার অনুশীলনে স্ট্র্যাটেজি তৈরিতে ব্যস্ত থাকেন বাগানের স্প্যানিশ বস।
ফের আইপিএল-এ চেনা ছন্দে যশস্বী, ম্যাচ জিতিয়ে ধন্যবাদ দিলেন দলের এই দুই সদস্যকে ম্যাচ শেষে যশস্বী বলেন, “ সিনিয়রদের ধন্যবাদ। আমাকে খুব ভাল ভাবে পথ দেখিয়েছে তারা।