‘কফি হাউসের গান রেকর্ডে কলকাতায় বিনোদ রাঠোর
‘হোয়াইট হর্স পিকচার’ প্রযোজিত এবং বিশ্বজিৎ ঘোষ ও প্রসেনজিৎ ঘোষ পরিচালিত বাংলা কাহিনীচিত্র ‘কফি হাউস’ মুক্তি পাচ্ছে এ বছরের শেষে। তার আগে প্রচার সারলেন এই ছবির নায়িকা সঙ্গীতা কোনার এবং সঙ্গীতশিল্পী বিনোদ রাঠোর। সেই সঙ্গে ছবির পোস্টারও প্রকাশ হলো।
‘কফি হাউস’-এর প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, মান্না দের গাওয়া “কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই”- গানটিকে ভিত্তি করেই এই ছবির গল্প। কাহিনী লিখেছেন পরিচালক বিশ্বজিৎ ঘোষ। গানে ‘সুজাতা’কে কেন্দ্র করে ত্রিকোণ প্রেমের গল্প এগিয়েছে। সুজাতার চরিত্রে অভিনয় করেছেন কানাডার সুপার মডেল ও বিউটি ক্যুইন সঙ্গীতা কোনার। তবে শেষে সুজাতা, অমল ও রমার কি হবে সেই রহস্য এখনই প্রকাশ করতে চান নি নায়িকা।
গানের রেকর্ডিং করতে মুম্বাই থেকে উড়ে এসেছেন বিনোদ রাঠোর। দমদম ক্যান্টনমেন্টের ‘স্টুডিও ওএইচডি’ তে সদ্যই গান রেকর্ড হয়েছে। বাংলা গান, বিশেষ করে কফি হাউসের মতো নস্টালজিক গানের আদলে লেখা গান গেয়ে আপ্লুত বিনোদ রাঠোর।
Vinod Rathod in Kolkata to record the song ‘Coffee House’
সপ্তর্ষি সিংহ! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৫ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সাংবাদিক হিসেবে কর্মরত।