Loksabha Election : দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে রেকর্ড গরম বাংলায়। আর সেই দাবদাহকে উপেক্ষা করেই সোমবারও উত্তরবঙ্গে প্রচার সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রায়গঞ্জ (Raigaunge ) লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর (Krishnya Kalyani) হয়ে জোড়া সভা করবেন তৃণমূল সুপ্রিমো। এদিন করণদিঘি ও চাকুলিয়ায় জনসভা করবেন মমতা। এদিন দুপুর ১টায় চাকুলিয়ার গিরশি আই […]
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।