Loksabha Election : আগামী ২৬ এপ্রিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট দার্জিলিংয়ে (Darjeeling)। শেষ তিনটি লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জিতে আসছে বিজেপি (BJP)। কিন্তু প্রতিবারই প্রার্থী পরিবর্তন করে জিততে হয়েছে পদ্ম শিবিরকে। তবে অনেক টানাপোড়েনের পর এবার বিদায় সাংসদ রাজু বিস্তকে Raju Bist) প্রার্থী করেছে বিজেপি (BJP)। আর লোকসভা ভোটগ্রহণের ঠিক আগে দার্জিলিং কেন্দ্রের বিজেপি প্রার্থী […]