স্নায়ুর চিকিৎসায় দিশা দেখাচ্ছে Medanta Hospital

Medanta Hospital
Spread the love

স্নায়ুর চিকিৎসায় দিশা দেখাচ্ছে মেডান্তা

ভারতের অন্যতম অগ্রণী সুপার স্পেশালিটি হাসপাতাল মেদান্তা সর্বোত্তম বেসরকারি হাসপাতাল হিসেবে স্বীকৃত। ডিবিএস থেরাপির জন্য এটি ভারতের অন্যতম আন্তর্জাতিকভাবে গন্তব্য যেখানে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে সর্বাত্মক চিকিৎসা সুবিধা দেওয়া হয়। পূর্ব ভারতে স্নায়ুর চিকিৎসা প্রসারিত করায় কলকাতার রোগীরা ডিপ ব্রেন স্টিমুলেসন এর ক্ষেত্রে অত্যাধুনিক পরিষেবা শুরু করল।

মেদান্তা গুরুগ্রাম হসপিটালের নিউরো সার্জারি ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস চিকিৎসক অনির্বাণ দীপ ব্যানার্জি বলেন, “সারা বিশ্ব জুড়ে বর্তমানে নিউরোলজিক্যাল পরিস্থিতি শারীরিক অক্ষমতার অন্যতম বড় কারণ। গত কয়েক দশকে এ সংক্রান্ত অসুস্থতা এবং অক্ষমতার শিকার হওয়ার ঘটনা ক্রমবর্ধমান। ভারতে এই পরিমাণ মোট রোগের প্রায় ১০%। ডিবিএস এর মত চিকিৎসার কার্যকারিতা অতি আধুনিক সুবিধা রোগীদের জীবনকে পরিবর্তন করতে সাহায্য করতে পারে। মিস্টার মজুমদারের ক্ষেত্রেও একইভাবে সুগম্যতা একটা বড় সমস্যা ছিল। সাধারণত নিম্ন এবং মধ্য আয়ের দেশ গুলিতে এই সমস্যা বেশি দেখা যায়।

মেদান্তাতে আমরা ডিপ ব্রেন স্টিমুলেশন এর মত অত্যাধুনিক চিকিৎসা সুবিধা দিয়ে মানুষকে আরো সচল করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। চিরাচরিত ওষুধ ও চিকিৎসা পদ্ধতি এই ধরনের সমস্যার মোকাবিলা যেখানে সহজে করতে পারেনা সেখানে আমরা রোগীদের তাদের জীবন যাপনকে আরো উন্নত করতে সাহায্য করি। ডিবিএস বাহ ব্রেন পেসমেকার সার্জারি এমন একটি রূপান্তর মূলক চিকিৎসা পদ্ধতি যেখানে সুনির্দিষ্ট ভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ইলেক্ট্রোড স্থাপন করা হয় যা এডভান্স স্টেজের পারকিনশনের ডিস্টোনিয়া এপিলেপসির মত সমস্যা থেকে মস্তিষ্ককে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে। এটি মস্তিষ্কে অনিয়মিত সিগন্যাল কে নিয়ন্ত্রণ করে, বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গকে সচল রাখে ফলে জীবন যাপনের মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডির সমস্যা ও এর ফলে সেরে যায় কমে আসে হাত-পায়ে কম্পন।”

 

Medanta Hospital

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *