প্রতিবাদের সুরেও শারদ শিরোপা প্রদান ফ্রেণ্ডজ মিডিয়ার
নিজস্ব প্রতিনিধি: ‘ইনার আই’ সংস্থার সহযোগিতায় চলতি বছর ‘শারদ সেরা শিরোপা শারদ সম্মান ২০২৪’ প্রদান করতে চলেছে ‘ফ্রেণ্ডজ মিডিয়া এন্টারটেনমেন্ট’। ‘Friends Media Entertainment ‘- এর তরফ থেকে নির্দেশক শুভজিৎ বোস ও শুভ্রা সেনগুপ্ত সাংবাদিক বৈঠকে জানান, “এই বছর দুর্গাপুজো পরিদর্শনের জন্য আমাদের কাছে উত্তর ও দক্ষিণ কোলকাতা এবং বিধাননগর থেকে মোট ৫০০ আবেদন জমা পড়েছিল।
দুর্গোৎসবের তৃতীয়া তিথিতে আমাদের অতিথি ও সদস্যাদের দল এই পুজো মণ্ডপগুলোর মধ্যে থেকে বাছাই করা ৩০০ পুজোমণ্ডপ ও মাতৃপ্রতিমা পরিদর্শনের পর জয়ী পুজো আয়োজকদের হাতে ষষ্ঠীর আগেই পুরস্কার তুলে দেবে।” সংস্থার আর এক নির্দেশক জ্যোতির্ন্দ্রমোহন নাথ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “পুজো পরিক্রমার শেষে বিভিন্ন পুজো আয়োজকদের হাতে পৃথক পৃথক মোট ১২ টা পুরস্কার তুলে দেওয়া হবে।”
Friendz Media
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।