দুর্গাপুজোর নিরঞ্জনের শোভাযাত্রায় নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। রাজারহাটে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে !
দুর্গাপুজো উপলক্ষ্যে পাড়ায় বিসর্জনের শোভাযাত্রা চলছিল। সেই শোভাযাত্রায় গিয়ে হেনস্থার শিকার হন পাড়ার মেয়েরা। বিষয়টি থানায় জানালে পুলিশ যায় ঘটনাস্থলে। জানা যাচ্ছে, অভিযোগ, সেখানে পুলিশকে ঘিরে ধরে অশ্লীল কথাবার্তা বলে পাড়ার কিছু ছেলে।
পুলিশ জানায়, বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। শোভাযাত্রা থেকে মহিলাদের গায়ে মদ ও জল ছিটানো হচ্ছিল বলে অভিযোগ। মূল অভিযোগ, স্থানীয় রাজারহাট বিষ্ণপুর ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সুব্রত দাস ওরফে পেনির বিরুদ্ধে। ভোর সাড়ে তিনটে নাগাদ পেনির নেতৃত্বে তিরিশ থেকে চল্লিশ জন পুরুষ মহিলা রাজারহাট থানায় গিয়ে রীতিমত তাণ্ডব চালায়। পুলিশকে ধাক্কাধাক্কি করে, গালাগালি করে। ঘটনায় তিনজন পুলিশ কর্মী আহত হয়। পুলিশ এই ঘটনায় বারো জনকে গ্রেপ্তার করেছে।
নাবালিকার বাবা বলেন, “পাড়ারই কিছু ছেলে আমার মেয়ের গায়ে জল দেয়। সেটাতে প্রতিবাদ করে আমার দাদা। মারধর করা হয়। থানায়ও অভিযোগ জানানো হয়। এরপর থানাতেই দাপট দেখাতে যায়। এমনকী বলেছিল মেয়েদের গায়ে জল দিলে নাচ দেখতে ভাল লাগে।”
এরপর অভিযোগ দায়ের হয় থানায়। সেই অভিযোগের খবর পেয়ে বারো জনকে গ্রেফতার করে পুলিশ। একাধিক ধারায় মামলা রুজু করে সোমবার ধৃতদের বারাসত আদালতে পেশ করা হয়। বিচারক তাঁদের আগামী ১৯ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলেন, “দলের মধ্যে থেকে এই ধরনের কাজ কোনোও রকম ভাবে বরদাস্ত করা হবে না। প্রয়োজনে দল ওই সদস্যের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। সেই বিষয়ে দল আলাদাভাবে তদন্ত করে দেখছে।”
12 people were arrested for molesting minors during idol worship ,
Rajarhat molestation complaint against Rajarhat Bishnupur 1 No. Gram Panchayat member.
Allegation of molestation of a minor girl during Durga Puja Niranjan’s procession. Against panchayat member in Rajarhat Bishnupur 1 No. Gram Panchayat.
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।