৫৬তম বর্ষে রাজারহাট নেতাজি বালক সংঘ ক্লাবের অন্নপূর্ণা পুজো
সঞ্জু কর্মকার, রাজারহাট :- গত রবিবার সন্ধ্যায় নেতাজি বালক সংঘ ক্লাবের ( Netaji Balak Sangha ) মাতৃ প্রতিমার উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে হয় ৫৬তম বর্ষের অন্নপূর্ণা পুজোর শুভ সূচনা। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়, রামকৃষ্ণ মঠের পরম আরাধ্য গুরু স্বামী কৃষ্ণসুধানন্দ মহারাজ, রাজারহাট নিউটউন বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী তাপস চ্যাটার্জি মহাশয়, রাজারহাট বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী প্রবীর কর মহাশয়, এছাড়া উক্ত এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্যোক্তা দের সাথে কথা বলে জানা যায় যে রাজারহাটের মধ্যে সবথেকে বড়ো এই রাজারহাট নেতাজি বালক সংঘ ক্লাবের অন্নপূর্ণা পুজো। প্রতি বছর এই পূজো সম্পূর্ণ নিষ্ঠার সাথে হয়। প্রায় এক সপ্তাহ ধরে চলে এই পুজো সাথে থাকে বিভিন্ন সাংস্কৃতিক ও সেবামূলক অনুষ্ঠান এবং অষ্টমীর দিন প্রায় পনেরো থেকে আঠেরো হাজার ভক্তের মধ্যে মায়ের ভোগ বিতরণ কোড়া হয়। এই বছর তাদের মূল চমক পূজা মণ্ডপ এবং অপরূপ মাতৃ প্রতিমা।
এই ৫৬তম বর্ষের তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবেন প্রখ্যাত শিল্পী হরেকৃষ্ণ হালদার, লোক সঙ্গীত শিল্পী সৌরভ সরকার ও বিশিষ্ট নৃত্য শিল্পী মনোরঞ্জন ভট্টাচার্য এছাড়া অন্যান্য বিশিষ্ট শিল্পীরা।
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।