টপ সিক্রেট মিশন, যেই মিশনে ইয়ামি গৌতম। কথা হচ্ছে ‘আর্টিকল ৩৭০’ প্রসঙ্গে। অগ্নিগর্ভ কাশ্মীর উপত্যকার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এই সিনেমা। পুলিশ অফিসারের ভূমিকায় রয়েছেন ইয়ামি গৌতম।ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল আদিত্য ধর পরিচালিত ‘আর্টিকল ৩৭০’ ছবিটি।
একমাসে ব্যবসা করেছিল প্রায় ৩৫কোটি টাকা। এবার এই সিনেমা ওটিটি ( OTT ) প্লাটফর্মে স্ট্রিমিং হচ্ছে।অগ্নিগর্ভ কাশ্মীর উপত্যকার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এই সিনেমা। পুলিশ অফিসারের ভূমিকায় ইয়ামি গৌতম। ইয়ামির অভিনয় প্রশংসিত হলেও বক্স অফিসের কালেকশনে খুব একটা ছাপ ফেলতে পারে নি।
এবার থিয়েটারে মুক্তির প্রায় দুই মাস পর, ইয়ামি গৌতম অভিনীত আর্টিকেল 370 এখন অনলাইন প্রিমিয়ার শুরু হল। আদিত্য সুহাস এবং জাম্বেলে পরিচালিত, আর্টিকেল 370 সত্য ঘটনার পটভূমিতে তৈরি করা হয়েছে। ইয়ামি গৌতম ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন প্রিয়া মণি, অরুণ গোভিল এবং বৈভব তাতওয়াদি।
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।