RAJARHAT : রাজারহাট ডি আর আর স্টুডিওতে আগুন। এই স্টুডিওতে জনপ্রিয় টিভি শো দিদি নম্বর ওয়ান এবং দাদাগিরি শুটিং হয়। এই ঘটনায় আতঙ্কিত হয় স্টুডিওতে থাকা মানুষ এবং এলাকার মানুষেরা ।
সূত্রের খবর , প্রথমে ষ্টুডিওর ভিতরে রাখা একটি মেকআপ ভ্যানে আগুন লাগে। এরপর পাশে থাকা আরো একটি ভেনেটি ভ্যানে আগুন লাগে। পাশে থাকা একটি টিনের শেটে আগুন ছড়িয়ে পড়ে। স্টুডিওর মধ্যে থাকা জলাশয় থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা চালায় ষ্টুডিও কর্মীরা।
এই ঘটনাটি ঘটার সাথে সাথে দমকলে খবর দেওয়া হয় । খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসে দমকলকর্মীরা। উল্লেখ্য , এই ঘটনায় আগুনে দুটি গাড়ি পুড়ে ভস্মিভূত হয়ে যায়।পাশাপাশি ঘটনাস্থলে রাজারহাট থানার পুলিশ। দমকল এর একটি গাড়ি ঘটনাস্থলে আসে। দমকল এর গাড়ি দেরিতে আসায় বিক্ষোভ দেখায় কর্মীরা।
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।