রামকৃষ্ণ মঠ ও মিশনের (Ramakrishna Math Ramakrishna Mission)নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করল বেলুড় মঠ। ষোড়শ প্রেসিডেন্টে শ্রীমৎ স্বামী স্মরণানন্দজির প্রয়াণের পর ট্রাস্টিদের মধ্যে বর্ষীয়ান গৌতমানন্দকে (Swami Gautamananda Maharaj)অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়। বুধবারের বৈঠকের পর তাঁকেই সপ্তদশ অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হল। মঠের ট্রাস্টি বোর্ড ও মিশনের পরিচালন সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা […]
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।