জলবায়ু পরিবর্তনে সায়েন্সসিটিতে অত্যাধুনিক গ্যালারি
নিজস্ব প্রতিনিধি:- জলবায়ু পরিবর্তনের প্রভাব, তার পরিবর্তনশীল ধরন এবং কিছু সমাধান সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সায়েন্সসিটিতে অত্যাধুনিক গ্যালারি ‘অন দ্য এজ’। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পরিচালক ডঃ এ. এ. মাও, এনসিএসএম-এর পরিচালক শ্রী এ. ডি. চৌধুরি, সায়েন্স সিটির ডিরেক্টর শ্রী অনুরাগ কুমার-সহ অন্যান্যদের উপস্থিতিতে ১০ হাজার বর্গফুট এলাকাজুড়ে তৈরি নয়া গ্যালারি সূচনা হল।
জলবায়ু পরিবর্তনের কারণ, বিশ্বে তার প্রভাব ও মোকাবিলার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই অনুষ্ঠানে। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে হিমবাহ গলে যাওয়া, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি এবং পরিবেশের পরিবর্তন কীভাবে হচ্ছে তা দেখানো হয়েছে।
অনুষ্ঠানে ৫০০ জন শিক্ষক ও পড়ুয়া অংশগ্রহণ করেন। সায়েন্স সিটির পরিচালক শ্রী অনুরাগ কুমার বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অন দ্য এজ গ্যালারি একটা পদক্ষেপ যা মানুষকে সচেতন করবে। প্রদর্শনীর মাধ্যমে মানুষ বিষয়টা জানতে পারবে।’
State-of-the-art gallery in Science City on climate change