< Seven new centres in the state belong to Akash Educational

Seven new centres in the state belong to Akash Educational

Seven new centers in the state belong to Akash Educational
Spread the love

রাজ্যের আরও নতুন সাত সেন্টার আকাশ এডুকেশনালের

নিট ও জেইই-এর জন্য পরীক্ষার প্রস্তুতি পরিষেবায় জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠান আকাশ এডুকেশনাল।মঙ্গলবার পশ্চিমবঙ্গে ৭টি নতুন লার্নিং সেন্টারের সূচনা করল। কলকাতায় দুটি সেন্টার উত্তর কলকাতার ডানলপ, এবং দক্ষিণ কলকাতার বেহালায়, এছড়াও রাজ্যের পাঁচটি স্থান আসানসোল, বর্ধমান, বহরমপুর, মালদা ও কোচবিহারে নতুন সেন্টার চালু হবে। সমস্ত সেন্টারগুলি ডিসেম্বর ২০২৪-এর মধ্যে চালু হওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

এই সম্প্রসারণের মাধ্যমে আকাশ তাদের উপস্থিতি বাড়িয়ে আরও বৃহৎ সংখ্যক শিক্ষার্থীদের কাছে পৌঁছতে চাইছে। পশ্চিমবঙ্গে বর্তমানে ১২টি ক্লাসরুম সেন্টার আছে, যার মধ্যে কলকাতা, হাওড়া, ব্যারাকপুর, দুর্গাপুর, বাঁকুড়া, খড়গপুর ও শিলিগুড়ি অন্তর্ভুক্ত রয়েছে। সংস্থার এমডি ও সিইও দীপক মেহরোত্রা বলেন, “পশ্চিমবঙ্গে ৭টি নতুন লার্নিং সেন্টারের উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি আমাদের নীতি অনুযায়ী ছোট শহরগুলির ছাত্র ছাত্রীদের কাছে আকাশের মতো একটি ব্র্যান্ডের বিশেষজ্ঞ পরামর্শ পৌঁছে দেওয়ার প্রচেষ্টা। আমি নিশ্চিত যে আমাদের অনন্য শিক্ষণ পদ্ধতি আরও বেশি শিক্ষার্থীদের নিটও জেইই-তে তাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জনে সাহায্য করবে।”

চিফ একাডেমিক ও বিজনেস হেড ধীরাজ মিশ্র বলেন, “আকাশে, আমরা শিক্ষার্থীকেন্দ্রিক কোচিং প্রদান করি, যার মূল বৈশিষ্ট হলো শিক্ষণ পদ্ধতির গুণগত মান । আমরা সেই লক্ষেই তাদের কাছে পৌঁছে যেতে চাই ।”

 

Seven new centres in the state belong to Akash Educational

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *