< Sports : ভারতীয় ফুটবলে ইতিহাস, রেকর্ড হারে বাড়ল নথিভুক্ত মহিলা ফুটবলার

Sports : ভারতীয় ফুটবলে ইতিহাস, রেকর্ড হারে বাড়ল নথিভুক্ত মহিলা ফুটবলার

WhatsApp Image 2024 04 25 at 9.22.41 PM
Spread the love

 

Sports : ভারতীয় ফুটবলে ইতিহাস। রেকর্ড হারে বাড়ল নথিভুক্ত মহিলা ফুটবলারের সংখ্যা। গত ২১ মাসে নথিভুক্ত মহিলা ফুটবলার বেড়েছে ১৬,২১২ জন। বৃদ্ধির হার ১৩৮ শতাংশ। ২০২২ সালের জুন মাসে ভারতে নথিভুক্ত মহিলা ফুটবলার ছিলেন ১১,৭২৪ জন। ২০২৪ সালের মার্চ মাসে তা হয়েছে ২৭,৯৩৬ জন। এই বৃদ্ধিতে খুশি সর্বভারতীয় ফুটবল সংস্থা । এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের মতে এটি ঐতিহাসিক সাফল্য।

 

এই নিয়ে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে বলেন, “ভারতে এই ছবি খুবই ইতিবাচক। ১৬,২১২ জন নতুন মহিলা ফুটবলার এসেছে। তাথেকেই বোঝা যাচ্ছে যে ভারতের মহিলা ফুটবল সঠিক পথেই এগোচ্ছে। মহিলা ফুটবলারদের জন্য ভাল পরিবেশ ও পরিকাঠামোর ব্যবস্থা করেছে ফেডারেশন। তারই প্রতিফলন দেখা যাচ্ছে।” এখানেই না থেমে তিনি আরও বলেন, “ গত ১৬-১৮ মাস ধরে ছোট ছোট পদক্ষেপ করেছি। তারই ফল পাচ্ছি। ভারতে মহিলা ফুটবলের দ্রুত উন্নতি হচ্ছে। ঘরোয়া প্রতিযোগিতার সংখ্যা বেড়ে যাওয়ায় ফুটবলারেরা অনেক সুযোগ পাচ্ছে। আমাদের লক্ষ্য এএফসি উওমেন্স কাপে ভারতের ক্লাবের সুযোগ পাওয়া। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি আমরা। আশা করি আগামী দিনে সেই লক্ষ্যও আমরা পূরণ করব।”

 

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ভারতে নথিভুক্ত মহিলা ফুটবলার সংখ্যা ছিল ১১,৭২৪। এবছরের মার্চ মাসে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ২৭,৯৩৬। অর্থাৎ, গত ২১ মাসে ১৩৮ শতাংশ বেড়েছে নথিভুক্ত মহিলা ফুটবলারের সংখ্যা। ভারতে ‘ইন্ডিয়ান উওমেন্স লিগ’ শুরু হয়েছে। মনে করা হচ্ছে এই প্রতিযোগিতার ফলেই আরও বেশি মহিলা ফুটবলে আগ্রহ দেখাচ্ছেন। মহিলা ফুটবলকে আরও প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়ার জন্য চলতি মরশুম থেকে ‘ইন্ডিয়ান উওমেন্স লিগ ২’ শুরু করেছে ফেডারেশন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *