< Sports : আইপিএল-এ ভালো খেলেও টি-২০ বিশ্বকাপে জায়গা হবে না এই তরুণ ক্রিকেটারদের : সুত্র

Sports : আইপিএল-এ ভালো খেলেও টি-২০ বিশ্বকাপে জায়গা হবে না এই তরুণ ক্রিকেটারদের : সুত্র

WhatsApp Image 2024 04 25 at 10.01.17 PM
Spread the love

 

Sports : চলতি বছর বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। আইপিএল-এর পরে বসবে ক্রিকেটের মেগা টুর্নামেন্ট। তাই আইপিএলের মাঝেই হবে টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা।এমন অবস্থায় একেক প্রাক্তনী করছেন একেক রকম দল নির্বাচন। অনেকের মতে ২০২৪ আইপিএল-এ যে সকল তরুণ ক্রিকেটাররা ভালো খেলছেন, তাদের দলের নেওয়ার কথা উঠছে। তবে বোর্ড সূত্রে খবর, একাধিক ভাল তরুণ ক্রিকেটারকে বিশ্বকাপের দলে নেওয়া হবে না। অনভিজ্ঞতা এবং বিশ্বকাপের মঞ্চে ভারতের খারাপ পারফরম্যান্সের কারণেই ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড।

 

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বোর্ডের এক সূত্র বলেছেন, “রিয়ান, মায়াঙ্ক, অভিষেক, হর্ষিত রানা সবাই ভাল খেলছে। তবে নির্বাচক কমিটি ব্যাপারটার মধ্যে একটা স্বচ্ছতা রাখতে চায়। আগে ওদের দ্বিপাক্ষিক সিরিজে খেলানো হবে। তার পরে টি-২০ বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় নেওয়া হবে।” এ বারের আইপিএলে ধারাবাহিক ভাবে ভাল খেলছেন রিয়ান পরাগ, অভিষেক শর্মা এবং উঠতি প্রতিভা মায়াঙ্ক যাদবেরা। তবু বিশ্বকাপের দলে তাঁদের হয়তো নেওয়া হবে না। তবে জানা যাচ্ছে, টি-২০ বিশ্বকাপের পরেই জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। সেখানে সাদা বলের সিরিজ খেলবে তারা। ওই দু’টি সিরিজে তরুণদের সুযোগ দেওয়া হতে পারে। জুন মাস থেকে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছে, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *