Supreme Court -এ জামিন পেলেন তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, কেঁদে ফেললেন জামিনের খবর পেয়ে

Trinamool MLA Jibankrishna Saha

 

 

জামিন পেলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। মঙ্গলবার তাঁকে জামিন দিয়েছে Supreme Cour ….. এদিন ২৫ নম্বর সেলে বসে ১৩ মাস পর জামিন পাওয়ার খবর শুনে জেলে বসে চোখের জলে ভাসলেন জীবনকৃষ্ণ।

 

 

নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত বড়ঞার তৃণমূল বিধায়কে ২০২৩ সালের ১৭ এপ্রিল গ্রেফতার করেছিল সিবিআই। গ্রেপ্তারের পর প্রথমে কলকাতা হাই কোর্টে জামিনের জন্য আবেদন জানালেও সেখানে জীবনের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। এরপর জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের শাসকদলের বিধায়ক।

 

 

মঙ্গলবার জীবনকৃষ্ণের জামিন সংক্রান্ত মামলাটির শুনানি হয় সুপ্রিম বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের এজলাসে। জীবনকৃষ্ণের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতগি, রউফ রহিম এবং অনির্বাণ গুহঠাকুরতা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *