Suzuki তার বিখ্যাত মডেল V Strom 800DE-র নতুন অ্যাক্সেসরিজের তালিকা অবশেষে প্রকাশ করেছেন। এই অ্যাক্সেসরিজ ভারতে লঞ্চ হবে। এগুলি বিশেষভাবে V Strom 800DE-এর জন্য তৈরি করেছে কোম্পানি। এছাড়া এর ডিজাইন আর টেস্টিং V Strom 800DE মডেলের মতো করেই করা হয়েছে। এই অ্যাক্সেসরিজের দাম তুলনামূলক বেশি। আসলে এগুলো বিদেশ থেকে রপ্তানি করা হয়েছে।
অ্যাক্সেসরিজের দাম বেশি মনে হলেও এগুলির ডিজাইন ও ডেভেলপমেন্ট Suzuki -র গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী করা হয়েছে তা মাথায় রাখতে হবে। এই অ্যাক্সেসরিজের সম্পর্কে জানার আগে একবার V Strom 800DE মডেলটির ইঞ্জিন সম্পর্কে জেনে নেওয়া যায়।
V Strom 800DE: ইঞ্জিন
এই বাইকে 776cc প্যারালাল টুইন মোটর ব্যবহার করা হয়েছে। যা 8,500 rpm -এ সর্বাধিক 84 bhp শক্তি ও 6,800 rpm -এ সর্বাধিক 78 Nm টর্ক উৎপাদন করে। এছাড়া এতে রয়েছে 270 ডিগ্রীর ক্র্যাংকস্যাফ্ট। এই ইঞ্জিনের সাথে 6 স্পিড গিয়ার বক্স দেওয়া আছে। বাজারে এই বাইকের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী হল- Honda Transalp 750। তবে BMW F850GS ও Triumph Tiger 850 Sport এর সাথেও প্রতিযোগিতা হতে পারে।
Suzuki V-Strom 800DE বাইকের দাম
ভারতের লঞ্চ হওয়ার পর Suzuki V-Strom 800DE বাইকটির সম্ভাব্য এক্স শোরুম দাম 11 লাখ টাকা হতে পারে। Triumph Tiger 850 Sport এর সাথে প্রতিযোগিতা হতে পারে।
V Strom 800DE-এর নতুন এক্সেসরিজের দাম
এই বাইকের 15 টি অফিসিয়াল অ্যাক্সেসরিজ লঞ্চ করা হয়েছে। এগুলির দাম শুরু হচ্ছে 3 হাজার 831 টাকা থেকে। যথা :-
1. ফুয়েল ক্যাপ প্রটেকশন স্টিকারের দাম 3 হাজার 831 টাকা,
2. ট্যাংক প্যাডের দাম 7 হাজার 460 টাকা,
3. হাই উইন্ডসিল্ডের দাম 6 হাজার 736 টাকা,
4. লো সিটের দাম 15 হাজার 56 টাকা,
5. সেন্টার স্ট্যান্ডের দাম 27 হাজার 207 টাকা,
6. অ্যালুমিনিয়াম স্কিড প্লেটের দাম 52 হাজার 231 টাকা,
7. প্রটেকশন বারের দাম 30 হাজার 941 টাকা,
8. অ্যালুমিনিয়াম টপ বক্সের দাম 64 হাজার 416 টাকা,
9. সাইড স্ট্যান্ড এক্সটেনশন প্লেটের দাম 12 হাজার 674 টাকা,
10. ব্রেক প্যাডেল হাইট এডজাস্টারের দাম 17 হাজার 131 টাকা,
11. প্লাস্টিক টপ কেস রাকের দাম 34 হাজার 674 টাকা,
12. প্লাস্টিক টপ কেসের দাম 54 হাজার 188 টাকা,
13. স্যাডেল স্টেইসের দাম 64 হাজার 453 টাকা,
14. টপ কেস ক্যারিয়ার রাকের দাম 34 হাজার 674 টাকা,
15. অ্যালুমিনিয়াম সাইট কেসেসের দাম 1 লাখ 38 হাজার টাকা।
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।