চোপড়ার ঘটনায় গ্রেপ্তার হয়েছে মুল অভিযুক্ত জেসিবি ! এবার শোকজ করা হল আইসি-কে
খবরের শিরনামে এখন শুধুই তাজমুল ওরফে জেসিবি। উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার অন্তর্গত লক্ষ্মীপুর গ্রামে পরকীয়ার ঘটনায় রাস্তায় ফেলে এক তরুণ ও তরুণীকে বেধড়ক মারধরের ভিডিও ভাইরাল হতেই অভিযুক্তকে শনাক্তের পর গ্রেপ্তার হন জেসিবি।
সোমবার ইসলামপুর আদালতে তাজমুলকে তোলা হলে সরকারি আইনজীবী ১০ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানো আবেদন জানালে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এসবের মাঝেই আজ শোকজ করা হল চোপড়া থানার আইসিকে। সোমবার দুপুরে পশ্চিমবঙ্গ পুলিশের এক্স হ্যান্ডেলে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এক্স হ্যান্ডেলে জানানো হয়,ঘটনার কথা জানতে পেরেই পুলিশ সঙ্গে সঙ্গে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে।
পুলিশের তরফে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনায় শিকার হয়েছেন যে মহিলা,তাঁকে পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি জানানো হয় মারধরের অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে রাজনৈতিল রং লাগানোর চলছে বলেও পশ্চিমবঙ্গ পুলিশের এক্স হ্যান্ডেলে জানানো হয়।
The main accused JCB was arrested in Chopra’s case!