তীব্র দাবদাহের থেকে মুক্তি আনা প্রথম বৃষ্টিতেই জেলায় জেলায় কাড়ল প্রাণ। সোমবার বিকেলের দিকে থেকেই জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়। সন্ধে নামতেই কলকাতা ও শহরতলিতেও মুশলধারে বৃষ্টি নামে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির ( Thunderstorms ) মাঝে পড়ে ছয় জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পূর্ব বর্ধমানের কাটোয়ায় ঝড়বৃষ্টির সময় পোষা ভেড়াকে আনতে পুকুরঘাটে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় ১ মহিলার।
ঘটনাটি ঘটেছে কাটোয়া থানার কামাল গ্রামের মাঝিপাড়া এলাকায়। নদিয়ার নাকাশিপাড়ায় ঝড়ের জেরে ইট চাপা পড়ে ২ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পশ্চিম মেদিনীপুরে পিংলা থানা এলাকায় ঝড়ের রাতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে ১ ব্যক্তির। মৃত ব্যক্তির নাম পিন্টু সামন্ত (৩৫)।
পুরুলিয়ার আরসা থানা এলাকায় প্রচণ্ড ঝড়-বৃষ্টির মাঝে পড়ে যায় তিন পড়ুয়া ও এক স্থানীয় যুবক। বজ্রপাত হওয়ায় গুরুতর আহত হন চার জনই। চিকিৎসক ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে এক জন পড়ুয়া ও অপরজন স্থানীয় যুবক।
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।