Weather Update : গোটা দেশের পাশাপাশি তাপপ্রবাহে (Heatwave) পুড়ছে বাংলাও (West Bengal)। ইতিমধ্যে অধিকাংশ জেলার পারদ পৌঁছে গিয়েছে ৪০-এর ঘরে। তবে সময় যত গড়াচ্ছে রাজ্যের একাধিক জেলায় চড়চড়িয়ে বাড়ছে পারদ। রবিবার আবহাওয়া দফতর (Weather Office) সাফ জানিয়েছে আগামী বুধবার অর্থাৎ ২৪ এপ্রিল পর্যন্ত এই দমবন্ধ করা পরিস্থিতি একেবারেই নিস্তার নেই। তবে এদিন হাঁসফাঁস করা পরিস্থিতি থেকে একটু হলেও […]
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।