< World Heart Day : হৃদয়ের সুরক্ষায় মণিপালের 'হৃদয় জুড়ে কলকাতা' সচেতনতা উদ্যোগ

World Heart Day : হৃদয়ের সুরক্ষায় মণিপালের ‘হৃদয় জুড়ে কলকাতা’ সচেতনতা উদ্যোগ

World Heart Day হৃদয়ের সুরক্ষায় মণিপালের 'হৃদয় জুড়ে কলকাতা' সচেতনতা উদ্যোগ
Spread the love

হৃদয়ের সুরক্ষায় মণিপালের ‘হৃদয় জুড়ে কলকাতা’ সচেতনতা উদ্যোগ

সপ্তর্ষি সিংহ: World Heart Day -র প্রাক্কালে কলকাতার এক পাঁচতারায় উদযাপন হল ‘হৃদয় জুড়ে কলকাতা’ প্রয়াস। স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী বেসরকারি হাসপাতাল মনিপাল গ্রূপ হার্টের অত্যাধুনিক চিকিৎসা সংক্রান্ত এক আলোচনা আয়োজিত হয়। এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা এবং লেখক বরুণ চন্দ, ডিরেক্টর এবং কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রকাশ কুমার হাজরা, মেডিকা হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান রবীন চক্রবর্তী, কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান (মেডিকা) চিকিৎসক কুণাল সরকার, মণিপাল হসপিটালের রিজিওনাল সিওও অয়নাভ দেবগুপ্ত।

হৃদয় জুড়ে কলকাতা ক্যাম্পেনের লক্ষ্য হল সুনিশ্চিত করা যাতে অন্তত তিন শতাংশ ভারতীয়রা সিপিআর (CPR) প্রয়োগ করতে শেখে। মণিপাল হসপিটাল বিস্তৃত ভাবে সি পি আর ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করেছে কমিউনিটি মেম্বারদের জন্য, যার মধ্যে রয়েছে রেসিডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন, স্কুলের ছাত্র ছাত্রীরা, স্টাফ এবং প্রিন্সিপালরা, সিকিউরিটি গার্ড, পুলিশ, মানব সম্পদের নেতৃত্ব এবং কর্পোরেট চাকরিরতরা।

কুনাল সরকার জানান,” মণিপাল হসপিটালে, আমাদের মূল ভাবনা হল কলকাতা শহরের কার্ডিয়াক কেয়ার এর ক্ষেত্রে বিপ্লব আনা, এবং তার সাথে অত্যাধুনিক ও সেরা চিকিৎসা প্রদান করা। কার্ডিওভাসকুলার ডিজিজ বলা হয় মৃত্যুর অন্যতম কারণ, সারা পৃথিবীর সমস্ত মৃত্যুর তিনের এক ভাগ। তাই খুব দরকারী হচ্ছে আটকানো, বা দ্রুত রোগের ধরা পড়া এবং এই পরিস্থিতির আশু মোকাবিলা। হৃদয় জুড়ে কলকাতা এমনই একটা প্রয়াস যা দেখিয়ে দেয় আমাদের শহরকে হার্ট স্মার্ট বানানোর ক্ষেত্রে আমরা কতটা দায়বদ্ধ। আমাদের অন্যতম কৃতিত্ব হল কুইক রেসপন্স কোডের (QR) এর ব্যবহারের ক্ষেত্রে দ্রুত অগ্রসর হওয়া। এই অ্যাকসেসের লক্ষ্য হল ইমার্জেন্সী সাহায্য করা বা সিপিআর প্রয়োগ এবং হার্ট শেপের ট্রাফিক সাইন দেওয়া, যাতে বৃহত্তর সমাজকে কার্ডিওভাসকুলার ডিজিজ নিয়ে সচেতন করা।”

অয়নাভ বলেন,” হৃদয় জুড়ে কলকাতার লক্ষ্য হল কমিউনিটি তৈরি করা হিরো আর সারভাইভারদের নিয়ে। এই কমিউনিটি তৈরির লক্ষ্যে থাকবে অ্যাকশন বা কার্য প্রণালী আরো উন্নত করা এবং কার্ডিয়াক অ্যারেস্ট এর ক্ষেত্রে প্রতিক্রিয়া, কথা ট্রেনিং, প্রস্তুতি এবং রেসপন্স প্রোটোকল আরো উন্নত করা। আমরা একটি হার্ট সেফ কমিউনিটি তৈরি করতে চাই যেখানে সাধারণ মানুষকে সিপিআর এর ট্রেনিং দেওয়া হবে। পূর্ব ভারতে মণিপালের সব হসপিটালেই এই প্রয়াস নেওয়া হয়েছে। আমরা স্কুল, কলেজ, কর্পোরেট, ক্লাব এবং সকল অ্যাসোসিয়েশনকে এই বার্তা দিতে চাই যে যারা সি পি আর এর ট্রেনিং নিয়েছেন, তারা তাদের কাছের মানুষকেও এই ট্রেনিং দিতে পারেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *