বাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রাজ্য সড়কের ভবানীপুর এলাকায়। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় ওই যুবককে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত যুবকের নাম উত্তম সিংহ(৩৫)। বাড়ি উত্তর ফতেপুর এলাকায়। প্রতক্ষ্যদর্শীরা জানায়, দুর্ঘটনার তীব্রতা এতোটাই ছিল যে bike চালক ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। আর পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চাষের জমিতে পড়ে যায়।
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।