Brigade Rally : Leaders, activists and supporters of various CPIM branches and organizations left for Kolkata in droves from Malda at night.

রাতেই মালদা থেকে দলে দলে সিপিআইএম-এর বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা রওনা দিলেন কোলকাতায়

দেবাশিষ পাল, মালদা: দেশ বাঁচাতে-রাজ্যে বদল আনতে-বৃহত্তর সংগ্রাম গড়ে তুলতে শনিবার রাতে কোলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সিপিআইএম-এর বিভিন্ন শাখা সংগঠনের ব্রিগেড সমাবেশ। তাই দলের শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর ও বস্তি উন্নয়ন সমিতির ডাকা ব্রিগেড সমাবেশে সফল করতে, সমাবেশে অংশ নিতে শনিবার রাতে মালদা থেকে দলে দলে সিপিআইএম-এর বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা রওনা দিলেন কোলকাতার উদ্দেশ্যে। রওনা দেওয়ার প্রাক্কালে সিপিআইএম-এর বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা মিলে মিছিল করে মালদা টাউন স্টেশনে যান। এরপর দলের তরফে বিলি করা ব্যাচ বুকে লাগিয়ে ট্রেন ধরে কোলকাতার উদ্দেশ্যে রওনা দেন।

এদিনের এই মিছিলে সামিল সিপিআইএম নেতা কৌশিক মিশ্র জানান, রবিবার মেহেনতি মানুষের ব্রিগেড। এই ব্রিগেডের দাবীগুলির মধ্যে বেকারের কর্মসংস্থান, কৃষকের ফসলের ন্যায্যমূল, একশো দিনের কাজের দাবী, চাকুরিহারাদের চাকুরিতে ফিরিয়ে আনা সহ সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য ও সৌভ্রাতৃত্ববোধ বজায় রাখার দাবী রয়েছে অন্যতম। এই সমস্ত দাবীতে রবিবার ব্রিগেড সমাবেশ। তাই সমাবেশে অংশ নিতে আজ মালদা থেকে প্রায় দশ হাজার মানুষ কোলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *