মুর্শিদাবাদের চর কাকিমারে আগ্নেয় অস্ত্র সহ গ্রেফতার এক
পার্থ মণ্ডল, মুর্শিদাবাদ: দেশী পাইপগান ও এক রাউন্ড গুলি সহ গ্রেফতার করলো সাগর পাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম হোসেন শেখ বাড়ি সাগরপাড়া থানার চর কাকিমার এলাকায়। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত পাঠাপাড়া এলাকায় এক ব্যাক্তি ঘোরাফেরা কর ছিল এবং সাগড়পাড়া থানার পুলিশ ওসি মহম্মদ খুরশিদ আলম ও তার দল নিয়ে গোপন সূত্রের খবরে তল্লাশি চালিয়ে ওই ব্যাক্তি কে গ্রেফতার করে।
ও তার কাছ থেকে দেশী পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে,কি কারনে সেই এলাকায় ঘুরাঘুরি কর ছিল তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ, তাকে মুর্শিদাবাদ জেলা আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজত চায় পুলিশ।
One arrested with a firearm in Murshidabad’s Char Kakimar